No products in the cart.
Registering for this site is easy. Just fill in the fields below, and we'll get a new account set up for you in no time.
This field can be seen by: Everyone
This field can be seen by: Everyone Change
*** www.futurewebbd.com থেকে সেবা গ্রহণের ক্ষেত্রে একজন গ্রাহককে অবশ্যই নিন্মোক্ত শর্তাবলীর সাথে একমত পোষণ করতে হবে।
১.১। “ফিউচার ওয়েব বিডি” একটি প্রযুক্তি প্রতিষ্ঠান যা আইটির সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সেবা প্রদান করে থাকে। প্রযুক্তি খাতে অবদান রেখে বাংলাদেশের অর্থনীতিতে সহায়ক ভুমিকা রাখাই ফিউচার ওয়েব বিডির প্রধান এবং অন্যতম লক্ষ। আমাদের সেবাগ্রহীতাদের কল্যাণের উদ্দেশ্যেই এই পৃষ্ঠায় বর্ণিত শর্তাবলী প্রণয়ন করা হলো। “ফিউচার ওয়েব বিডি” থেকে যেকোনো সেবা পেতে হলে গ্রাহককে অবশ্যই উল্লিখত শর্তাবলী মেনেই সেবা গ্রহণ করতে হবে।
১.২। “ফিউচার ওয়েব বিডি” এর ওয়েবসাইট (ডোমেইন এবং সাবডোমেইন) -এ প্রকাশিত সকল ধরণের কনটেন্ট উক্ত প্রতিষ্ঠানের নিজস্ব সম্পত্তি যা কপিরাইট আইন দ্বারা সংরক্ষিত। আমাদের কোনো কনটেন্ট আমাদের অনুমতি ব্যতীত অন্যকোথায় প্রকাশ করা সম্পূর্ণরুপে বেআইনি।
১.৩। “ফিউচার ওয়েব বিডি” কর্তৃক প্রকাশিত যেকোনো ধরণের কনটেন্ট উক্ত প্রতিষ্ঠান যেকোনো সময় পরিবর্তন, পরিবর্ধন এবং পরিমার্জন করার ক্ষমতা সংরক্ষণ করে।
২.১। গ্রাহকরা ফেসবুক, ইমেইল ব্যবহার করে অথবা ম্যনূয়ালী সাইনআপ করে আমাদের ওয়েবসাইটে সেবা গ্রহণ করার জন্য নিজের প্রোফাইল তৈরি করতে পারবেন। একজন গ্রাহক যখন আমাদের ওয়েবসাইট প্রোফাইল তৈরি করেন তখন আমরা গ্রাহকদের কিছু সাধারণ তথ্য যেমন: নাম, ইমেইল এবং প্রোফাইল পিকচার ইত্যাদি তথ্য প্রদান করার মাধ্যমে আমাদের ওয়েবসাইটে প্রোফাইল তৈরি করে সেবা গ্রহণ করতে পারবেন। এইসব সাধারণ তথ্যের বাইরে “ফিউচার ওয়েব বিডি” গ্রাহকের কাছ থেকে অন্যকোনো তথ্য সংগ্রহ করেন না।
২.২। “ফিউচার ওয়েব বিডি” গ্রাহকের সংরক্ষিত তথ্য সর্বোচ্চ গোপনীয়তার সাথে সংরক্ষণ করেন।
৩.১। যেকোনো বাংলাদেশী নাগরিক নির্দিষ্ট প্রকিয়ার মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করার মাধ্যমে আমাদের শিক্ষার্থী হতে পারবেন।
৩.২। একজন শিক্ষার্থী নির্দিষ্ট কোর্সে নিবন্ধন করার পরে শুধুমাত্র ওই শিক্ষার্থীই উক্ত কোর্সের কনটেন্টগুলো ব্যবহার করতে পারবেন।
৩.৩। কোনো শিক্ষার্থী নিজের ব্যবহারযোগ্য কনটেন্ট অন্যকারো সাথে শেয়ার করলে উক্ত শিক্ষার্থীর নিবন্ধন বাতিলসহ এই পৃষ্ঠায় উল্লেখিত ১.২ ধরা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
৩.৪। শিক্ষার্থীরা আমাদের কোনো কোর্সে নিবন্ধন সম্পন্ন করার পরে উক্ত শিক্ষার্থী তার নিবন্ধনকৃত কোর্সসমূহে লাইফটাইম অ্যাকসেস পাবেন। তবে উল্লেখ্য যে, প্রযুক্তির অগ্রগতির সাথে কনটেন্ট এর মান সঠিক রাখার জন্য “ফিউচার ওয়েব বিডি” প্রতিনিয়ত কনটেন্ট আপডেট করার ক্ষমতা সংরক্ষণ করেন।
৩.৫। “ফিউচার ওয়েব বিডি” প্রতিবন্ধী শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে আইটিতে দক্ষ হয়ে কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। তবে এই সুবিধাটি পাওয়ার জন্য একজন শিক্ষর্থীকে অবশ্যই সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রণীত প্রতিবন্ধীতার সদনপত্র আমাদের ওয়েবসাইটের মাধ্যমে দাখিল করতে হবে। আমাদের সাপোর্ট টিম সেটি যাচাই-বাছাই করে উক্ত শিক্ষার্থীকে বিনামূল্যে আইটি কোর্সে অংশগ্রহণ করার সুযোগ করে দিবেন।